গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্ঠায় ২০০১ সালে ৫৬ নং আইনের মাধ্যমে ইমাম ও মুয়াজ্জিন কল্যান ট্রাস্ট গঠন করা হয়।
ট্রাস্ট প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে- বাংলাদেশের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা ।
ট্রাস্টের কার্যাবলীঃ
(ক) কোন ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি ইত্যাদি জনিত কোন কারণে অক্ষম হইয়া পড়িলে তাহাকে আর্থিক সাহায্য প্রদান;
(খ) কোন ইমাম বা মুয়াজ্জিন আকস্মিকভাবে মৃত্যুবরণ করিলে তাহার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান;
(গ) ইমাম বা মুয়াজ্জিনকে প্রবিধান দ্বারা নির্ধারিত কারণে ও পদ্ধতিতে ঋণ প্রদান;
(ঘ) ইমাম বা মুয়াজ্জিনের মেধাবী ছেলে-মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান;
(ঙ) ইমাম ও মুয়াজ্জিনগণ এবং তাহাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধন;
তাছাড়া ট্রাস্টের আওতায় ঋণ ও আর্থিক সহায়তা প্রদান করার জন্য নির্ধারিত অর্থ বরাদ্দ দিয়ে প্রধান কার্যালয় থেকে জেলা কার্যালয়ে পত্র প্রেরণ করা হয়। জেলা অফিসের সার্বিক তত্বাবধানে উপজেলা কমিটির মাধ্যমে আবেদনপত্র আহ্বান ও যাচাই-বাছাই করা হয়। বাছাইকৃত আবেদনপত্রগুলো উপজেলা কমিটির মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের জন্য জেলা কমিটির নিকট প্রেরণ করা হয়। জেলা কমিটির অনুমোদন পাওয়ার পর প্রার্থীদের মধ্যে আর্থিক সাহায্য ও ঋণ প্রদান করা হয়। কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে ঋণের টাকা গ্রহণে ব্যর্থ হয় তবে তাকে পুনরায় পত্র দেওয়া হয় এবং ঋণ বিতরণ শেষ করা হয়।
সদস্য হওয়ার নিয়মঃ মাসিক নির্ধারিত অফেরতযোগ্য চাঁদা প্রদানের মাধ্যমে এর সদস্যপদ গ্রহণ করতে হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS