প্রাক-প্রাথমিক শিক্ষা
প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা
শিক্ষা কার্যক্রমকে সুনির্দিষ্ট এবং বাস্তবভিত্তিক করতে এবং বিকাশের তত্ত্বীয় ধারণাকে ব্যবহারিক পর্যায়ে নিয়ে আসতেই প্রত্যাশিত ফলাফলসমূহ নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের প্রাক-প্রাথমিক শিক্ষার বিষয়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা নির্ধারিত রয়েছে নিম্নে কয়েকটি উল্লেখ করা হলো-
প্রাক পঠন ও লিখন
- শুদ্ধ উচ্চারণে কথোপকথন, নিজের নাম, ব্যক্তিগত পরিচয় বলতে পারবে।
- শরীরের বিভিন্ন অঙ্গঁ প্রত্যঙ্গেঁর নাম বলতে ও চিনতে পারবে।
- জাতীয় ফুল ফল, পশু, পাখি, দর্শনীয় স্থানের নাম ও অন্যান্য বিভিন্ন উপকরণের নাম ছবি দেখে বলতে পারবে।
- জাতীয় সংগীত গাইতে পারবে।
- স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ শুদ্ধভাবে পড়তে, লিখতে ও বলতে পারবে।
- ইংরেজি বর্ণমালাগুলো শুদ্ধভাবে পড়তে, লিখতে ও বলতে পারবে।
- শিশুদের উপযোগী বিভিন্ন ছড়া আবৃত্তি করতে ও গান গাইতে পারবে।
- দুটি বাংলা বর্ণ নিয়ে গঠিত শব্দ সমূহ পড়তে ও লিখতে পারবে।
- বাংলা বর্ণ দিয়ে গঠিত বিভিন্ন ছড়া বলতে পারবে।
- কার বা স্বরচিহ্নগুলো বলতে ও লিখতে পারবে।
প্রাক গণিত
- ছবি দেখে বিভিন্ন বিষয় যেমন- ছোট-বড়, কম-বেশি, লম্বা-খাটো, মোটা-চিকন, ভিতর-বাহির, উপর-নিচ, সামনে-পেছনে, কাছে-দূরে, উচু-নীচু, হালকা-ভারী ইত্যাদি সম্পর্কে বলতে পারবে।
- ০-৫০ পর্যন্ত সংখ্যাগুলো গণনা, চিনতে, পড়তে ও লিখতে পারবে।
- একই ধরনের বস্তু বা জিনিস শ্রেণী অনুযায়ী সাজানো এবং এক ধরনের নয়, এমন বস্তু বা জিনিস আলাদা করতে পারেবে।
- ০১-৩০ পর্যমত্ম সংখ্যাগুলো বানান করে পড়তে পারবে।
- বাংলাদেশী মুদ্রা ও টাকা চিনতে পারবে।
- 01-10 পর্যন্ত বলতে ও লিখতে পারবে।
- বাংলা ও ইংরেজি সাত দিনের নাম বলতে পারবে।
- বাংলা ও ইংরেজি বার মাসের নাম বলতে পারবে।
নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা
- আল্লাহ তায়ালা যে সর্বশক্তিমান ও সৃষ্টিকর্তা তা বলতে পারবে।
- ওজু, গোসল, পাক-পবিত্রতা, নামায সম্পর্কে জানবে ও নামাযের কিভাবে পড়তে হয় তা দেখাতে পারবে।
- পিতামাতা এবং মুরব্বীদের শ্রদ্ধা ও ভক্তি করতে পারবে।
- সত্য মিথ্যা সম্পর্কে বলতে পারবে।
- ভালো মন্দ আলাদা করতে পারবে।
- মসজিদ ও কেবলা সম্পর্কে জানবে এবং কয়েকটি মসজিদের নাম বলতে পারবে।
- আরবী হরফ/বর্ণমালাগুলো শুদ্ধভাবে পড়তে, লিখতে ও বলতে পারবে।
- শিশুদের উপযোগী ছোট ছোট বিভিন্ন দোয়া আবৃত্তি করতে পারবে।
- আরবী বর্ণ নিয়ে গঠিত ছোট ছোট শব্দ পড়তে ও লিখতে পারবে।
- আরবী বর্ণ দিয়ে গঠিত বিভিন্ন ছড়া বলতে পারবে।
ক্রীড়া ও শরীরচর্চা
পেশী সঞ্চালনের দক্ষতা ও মসিত্মস্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা এবং শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের লক্ষে শিশুরা নিয়মিত বিভিন্ন ধরনের শরীরচর্চা করতে পারবে ।
ছড়া ও গল্প
শিশুরা সাবলীল বাচনভঙ্গী ও শুদ্ধ উচ্চারণের মাধ্যমে আনন্দময় ও প্রাণবন্ত বিভিন্ন ধরণের শিশুতোষ ছড়া,গল্প কবিতা ইত্যাদি শিখতে ও বলতে পারবে যা শিক্ষার্থীদেরকে পাঠের প্রতি আরও আগ্রহী করে তুলবে ।
সামাজিক পরিবেশ ও স্বাস্থ্য
প্রাক-প্রাথমিক সত্মরের শিক্ষার্থীরা ব্যক্তিগত পরিস্কার-পরিচ্ছন্নতা, সামাজিক পরিবেশ ও স্বাস্থ্যের নানাবিধ দিক সম্পর্কে জানবে ও বলতে পারবে ।