Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Refreshers Training


সেবা পদ্ধতি সুযোগ-সুবিধাসমূহ

৪৫ দিনব্যাপি নিয়মিত ইমাম প্রশিক্ষণ প্রদান করার পর পুনরায় ফলোআপ কর্মসূচীর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখছে তার মূল্যায়নকরণ ও আরো দক্ষতা বৃদ্ধিকল্পে পরামর্শ প্রদান করা। এ যাবৎ ২৭,৭৯৪ জন ইমামকে এই প্রশিক্ষণপ্রদান করা হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে নিমণলিখিত কাগজ পত্রাদি সংযুক্ত করে দিতে হয়ঃ

(ক) পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে এবং জাতীয় পরিচয়পত্রে ফটোকপি জমা দিতে হবে।

(খ) স্ব-হসেত্ম লিখিত আবেদনপত্রসহ ইমাম প্রশিক্ষণগ্রহণ করেছে তার সনদপত্র ও মসজিদ কমিটি কর্তৃক ছুটির ছাড়পত্র জমা দিতে হবে।

(গ) নিয়মিত ইমাম প্রশিক্ষণের সনদ ও পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

(ঘ) পাসপোর্ট সাইজের ছবি ১ (এক) কপি সত্যায়িত ও ষ্ট্যাম্প সাইজের ১ (এক) কপি ছবি (সত্যায়িত করার প্রয়োজন নাই) জমা দিতে হবে।

(ঙ) মসজিদ কমিটি কর্তৃক প্রদত্ত ছুটির অনুমোদন পত্র জমা দিতে হবে।

(চ) প্রশিক্ষণ পরবর্তী কার্যক্রমের উপর ১নং ছকে সর্বশেষ প্রতিবেদন।

(ছ) প্রশিক্ষণার্থী ইমামগণকে অবশ্যই মওসুম উপযোগী প্রয়োজনীয় বিছানাপত্র (মশারীসহ) ইমাম প্রশিক্ষণ একাডেমীর কেন্দ্রে উপস্থিত হতে হবে।

(চ) প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ চলাকালীন সময়ে অবশ্যই হোষ্টেলে অবস্থান করতে হবে।


বিনামূল্যে প্রয়োজনীয় খাতা-কলম, বই ও অন্যান্য মালামাল প্রদান করা হয়।