Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Sohoj Quran learning

সহজ কুরআন শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীতে ভর্তি হয়েছে এবং যারা নানা কারণে ঝড়ে পড়েছে এমন ৬-১০ বছর বয়সী শিক্ষার্থীদের সহজ কুরআন শিরোনামে শিক্ষাক্রম রয়েছে। সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের বিষয়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা নির্ধারিত রয়েছে। নিম্নে কয়েকটি উল্লেখ করা হলোঃ-

  • সহজভাবে পবিত্র কুরআন শরীফ পড়তে পারার দক্ষতা অর্জন করবে এবং দৈন্দিন জীবনে তা চর্চা করবে ।
  • ইসলাম ধর্মের নিয়ম-কানুন জানা ও মানার জন্য আগ্রহী হয়ে গড়ে উঠবে ।
  • শিক্ষার্থীরা জীবনের গুণগত মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও দক্ষতা অর্জন করবে ।
  • শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফে বর্ণিত বিভিন্ন গুণাবলীর বিকাশ ঘটবে ।
  • শিক্ষার্থীদের মধ্যে প্রত্যাশিত আচরণ ও ইসলামী মূল্যবোধের বিকাশ ঘটবে।

পড়া ও বলাঃ 

  • শিক্ষার্থীরা আরবী হরফ দেখে চিনতে ও পড়তে পারবে। 
  • শিক্ষার্থীরা নু্ক্তাওয়ালা ও নুক্তা ছাড়া হরফ চিনতে, পড়তে ও পার্থক্য করতে পারবে ।
  • ২৯টি আরবী হরফের উচ্চারণের পার্থক্য বুঝতে এবং সহীহভাবে উচ্চারণ করতে পারবে।
  • মাখরাজওয়ালা  হরফ বিশুদ্ধ উচ্চারণে পড়তে পারবে  
  • যুক্তাক্ষর বিশিষ্ট হরফ চিনতে, বলতে ও পড়তে  পারবে 
  • আরবী হরফের বিভিন্ন  রূপ চিনতে ও পড়তে পারবে 
  • সর্বোপরি আরবী লিখার সকল বিষয় চিনে তা প্রয়োগ করে পবিত্র কুরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য উপযোগী করা

লেখা 

  • আরবী হরফ দেখে ও না দেখে লিখতে পারবে।
  • নু্ক্তাওয়ালা ও নুক্তা ছাড়া হরফ দেখে ও না দেখে লিখতে পারবে।
  • পাঠ্যপুসত্মকে লিখিত যুক্তাক্ষর ও যুক্তাক্ষর ছাড়া আরবী হরফ ব্যবহার করে লিখতে পারবে। 
  • পাঠ্যপুসত্মকে লিখিত আরবী  বর্ণের বিভিন্ন রূপ ব্যবহার করে লিখতে পারবে। 
  • নির্বাচিত সূরা, কালিমা, দু‘আ ও হাদীস শরীফ এবং পবিত্র কুরআন শরীফের আয়াত দেখে দেখে লিখতে পারবে।

বয়স্ক স্তরের শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা

প্রকল্পের বয়স্ক শিক্ষার প্রতিটি বিষয়ের বিষয়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতাভিত্তিক পাঠ্যবই রয়েছে। পড়াশিখি-১ম পাঠে পড়া, লেখা, বলা ও শোনা বিষয়ে  যোগ্যতা রয়েছে। পড়া শিখি-২য় পাঠ, কায়দা ও আমপারা, আমরা পড়ি আমরা শিখি (ব্যবহারিক তথ্যবার্তা) এবং আমরা শিখি গণিত শিরোনামে মোট ৫টি পাঠ্যবই রয়েছে।